মঙ্গলের বুকে প্রথম পা রাখবেন নারীরা

মঙ্গলের বুকে প্রথম পা রাখবেন নারীরা

মঙ্গলের বুকে প্রথম পা রাখবেন নারীরা

পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে এগিয়ে যাচ্ছে নারীরা। কিন্তু পৃথিবীর এই গন্ডডি পেরুলে নারীদের এই সাফল্য ভাটা পরে যাই। এখন পর্যন্ত চাঁদের বুকে কেও পা রাখেনি। কিন্তু নাসার বিজ্ঞানীরা আসা রাখেন মঙ্গলের বুকে প্রথম পা রাখবেন নারীরা।
একবিংশ শতাব্দীতে মহাকাশ গবেষণায় যে সকল নারীরা সামনের দিকে রয়েছেন তাদের সাক্ষাৎকার নিয়েছে বিবিসি রেডিও ৫ লাইভ। হাউস্টন জনসন স্পেস সেন্টার নভোচারীদের জন্য বিশাল এক ট্রেনিং সেন্টার থেকে এলিজন বলেন আমার সেন্টার পরিচালক একজন নারী আমার সাবেক ডিভিশন প্রধান ছিলেন একজন নারী। আমাদের নারী নভোচারীও রয়েছেন কিন্তু আমরা এখন ও একজন নারীকে চাঁদে নামাতে পারিনি। আলিসন ম্যাক্লিটাইন নাসাতে ৩০ বছর ধরে আছেন এবং এই সময়ে অনেক পরিবর্তন হয়েছে তিনি জানিয়েছেন। নাসার আরেক নভোচারী কারেন নাইবারবার্গ এরই মধ্যে ৬ মাসের ও বেশি মহাকাশে কাটিয়েছেন। তার মত অনেক নারী মহাকাশে ঘুরে আসেছেন। কিন্তু এত দিন পর্যন্ত যত জন চাঁদে গেছেন ১২ জন ও পুরুষ। এবার মার্কিন মহাকাশে কেন্দ্র নাসার এক জোষ্ট বিজ্ঞানী এলিসন ম্যাকলিনটেয়ার বলেছেন মঙ্গল গ্রহে প্রথম অবতরণকারী একজন নারী হওয়া উচিত।  বেশ কিছু দিন আগে থেকে পদক্ষেপ নিয়েছিল নাসা। এলিসা কারসন ১৩ বছর বয়সী এক মেয়ে কে বেছে নেওয়া হয় মঙ্গল প্রথম অভিযাত্রী হিসাবে। এখন তার প্রস্তুতি চলছে। নাসার এই ঘোষণা পর হয়তো যোগ হতে পারে আরো দুই একটি নাম অবশ্যই সেই নামগুলো নারীদের।

Post a Comment

0 Comments