ফেরারী ২০২৩ সালের আগে বৈদ্যুতিক গাড়ী বানাবেনা

ফেরারী ২০২৩ সালের আগে বৈদ্যুতিক গাড়ী বানাবেনা


সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি নির্মাণের পথে হাটছে। এমন কি টয়োটা, মের্সেদেস বেঞ্জ, বি এম ডব্লিউ, রোলস বয়সে এর মত বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো বৈদ্যুতিক গাড়ি নির্মাণের পথে হাটছে। কিন্তু ফেরারী ২০২৩ এর নাগাদ বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করবেনা । তেবে  শীঘ্রই পুরো পুরি  বৈদ্যুতিক গাড়ি আনার পরিকল্পনা নেই জানিয়েছে বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা ফেরারী। এক বার্ষিক সভায় ইতালীয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সার্জিও মার্চোনিন এমনটাই জানিয়েছেন। বৈদ্যুতিক গাড়ি নিয়ে ২০২২ সাল নাগাদ তাদের কোনো পরিকল্পনা নেই। যদিও ফেরারী জানিয়েছিল ২০১৮-২২ সালের ব্যাবসায়িক পরিকল্পনায় বিখ্যাত গাড়ি নির্মাণে সম্ভাবনা রয়েছে। এইবার সেই তারিখও পিছিয়ে দিলো ফেরারী। তবে বৈদ্যুতিক গাড়ি প্রচুর বিনিয়োগ করছে বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোর্শ। ২০১৯ সালের শেষ দিকে সম্ভাবনা রয়েছে তাদের তৈরি বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার। অন্য দিকে টেসলার রোডষ্টার বাজারে আসবে ২০১০ এর দিকে। টেসলা দাবি করছে ১.০৯ ঘন্টায় ৬০ মাইল তুলতে পারবে গাড়িটি। সম্পূর্ণ  বৈদ্যুতিক গাড়ি নির্মাণ না করলেও হাইব্রিড গাড়ি নিয়ে খুব জোরালো ভাবে কাজ করছে ফেরারী । সীমিত সংস্করণে লাফেরারি কুক এবং লাফেরারি অপেৰতা দিয়ে যাত্ৰা শুরু করতে যাচ্ছে ফেরারী। ফ্রন্ট ফুট মোটর শো ২০১৯ প্রথম হাইব্রিড গাড়িটি উন্মোচন করা হতে পারে বলে জানিয়েছে  বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা ফেরারী।

Post a Comment

0 Comments