মার্কিন নৌবাহিনীর রোবট মাছ ঘোস্টসুইমার

মার্কিন নৌবাহিনীর রোবট মাছ ঘোস্টসুইমার

সমুদ্রে নজর রাখবে মার্কিন নৌবাহিনীর রোবট মাছ ঘোস্টসুইমার।  মাছটি গুপ্তচর করবে উপকুল এবং জাহাজের উপর। মার্কিন নৌবাহিনীর সাইলেন্ট নিমো প্রোজেক্ট এর উপর অংশ হিসাবে তৈরি হয়েছে ঘোস্টসুইমার। গোপনে তথ্য সংগ্রহ , নজরদারি এবং প্রতিপক্ষ জাহাজের দুর্বলতা খুঁজতে ঘোস্টসুইমারকে ব্যবহার করবে মার্কিন নৌবাহিনী।
৫ফুট লম্বা এবং ১০০ পাউন্ড ওজনের ঘোস্টসুইমার লেজ নাড়িয়ে মাছের মত সাঁতার কাটতে পারে।
২০০৮ সালে শুরু হওয়া সাইলেন্ট নিমো শুরুতে এই রোবটটির নাম ছিল রোবোটুনা। পরে নাম পরিবর্তন করে রাখা হয়েছে ঘোস্টসুইমার। বর্তমানে ঘোস্টসুইমারকে বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতিতে পরীক্ষা করা হচ্ছে। তবে এটি এখনো আন্ডারওয়াটার ড্রোন হিসাবে ব্যবহার করার চিন্তা ভাবনা নেই মার্কিন নৌবাহিনীর।

আরও জানতে এখানে ক্লিক করুন  

Post a Comment

0 Comments